নিজস্ব প্রতিবেদক : গণফোরামের সাধারণ সম্পাদক ড রেজা কিবরিয়া বলেছেন, এখন দেশের মালিকানা জনগণের হাতে নেই। এই মালিকানা আবার জনগণের হাতে তুলে দিতেই ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট সংগাম করছে।
সোমবার সিলেট মহানগরীর জেল রোডে জেলা ও মহানগর গণফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। এর প্রমাণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন। আওয়ামী লীগ এখন বেকায়দায় আছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এই মুহূর্তের প্রধান দাবি হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেন, আগামী ৯/১০ মাসের মধ্যেই দেশের অর্থনীতিতে বিপর্যয় নামবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গণফোরামের মহানগর সভাপতি অ্যাডভোকেট আনসার খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার জেলা আহ্বায়ক নওশাদ আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ ও অ্যাডভোকেট মিজানুর রহমান। এছাড়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply