নিজস্ব প্রতিবেদক : সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মো মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ বাঙালি পরিচয়ে মুক্তিযুদ্ধ করেছিল। এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
সোমবার বিকেলে সিলেট পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর প্রথম গুলি ছুঁড়েছিল পুলিশ বাহিনী। এখনো পুলিশ বিপদ-আপদে সবার আগে জনগণের কাছে ছুটে যায়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকান চক্রান্তের খবর পেলে পুলিশকে জানানোর জন্যে তিনি পরামর্শ দেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মো মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
স্বাগত বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রশাসন ও ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালনের কারণেই সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে পবিত্র ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে একাত্তরের পরাজিত শত্রুরা মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে।
মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ মাটি থেকে সাম্প্রদায়িকতার মুলোৎপাটন হয়েছিল; কিন্তু একটি অশুভ চক্র এখনো তৎপর রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলনে বিভিন্ন ধর্মের অনুসারী বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
Leave a Reply