নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর, মনতলা, সুনামগঞ্জের ছাতক ও মৌলভীবাজারের কামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখা এই প্রতিবাদী কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, জেলা সহ সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল প্রমুখ, মহানগর সদস্য তপন মিত্র, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, খ্রিস্টান নেতা দানেশ সাংমা প্রমুখ
বক্তারা বলেন, এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বারবার নির্যাতন নিপীড়ন হয়েছে। মন্দির পোড়ানো, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হচ্ছে নিরীহ মানুষ। নাসিরনগরে যেভাবে সমাবেশ করে পরিকল্পিতভাবে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে তা কোন কোন ক্ষেত্রে একাত্তরের পাকিস্তানিদের নির্যাতনকেও হার মানিয়েছে।
বক্তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর সমালোচনা করে বলেন, তাদের ব্যর্থতা প্রমাণ করেছে, তারা জেনে বুঝে নীরব থেকেছেন।
তারা এই নারকীয় ঘটনায় প্রশাসনের ভূমিকার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
বক্তারা প্রকৃত হামলাকারী ও উস্কানিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ধর্ম অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
Leave a Reply