মৌলভীবাজার প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শ্রীমঙ্গল সহ দেশের পর্যটন এলাকাগুলোর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের ২য় দিন শুক্রবারের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান বক্তা ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যাক্ষ মো আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, এফবিসিসিআইর পরিচালক দিলিপ কুমার আগারওয়াল ও নিজাম উদ্দীন।
এছাড়াও দুই দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply