স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা জাহেদুল কবীর বলেছেন, সরকার ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে। এখন কথিত স্মার্ট বাংলাদেশের কথা বলে দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে চায়। দেশের অন্যান্য নাগরিকের মতো তরুণ সমাজও ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশে আইনের শাসন ও কথা বলার স্বাধীনতা নেই। তাই তরুণ সমাজকে ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
আাগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে বুধবার ৫ জুলাই সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট মহানগর সভাপতি নাসিম হোসেন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জামান বিপ্লব, যুগ্মসম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শিল্প সম্পাদক নূরুল আলম বিপ্লব, সহ অর্থ সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply