সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,দেশে রেমিট্যান্স রেড়েছে-রপ্তানিও বেড়ে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে দেশের অর্থনীতি আবার আগের জায়গায়তে এসে যাবে। আগামী বছরের এপ্রিল-মার্চ মাস নাগাদ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেছেন, একটি গোষ্ঠী নানাভাবে গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী কুস্তি খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে পরিকল্পনা মন্ত্রী কথা বলছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, খেলা আয়োজক কমিটির আহবায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওায়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হাসনাত হোসাইন ও ইশতেয়াক আহমদ শামীম।
কুস্তি খেলায় জেলার ৬ উপজেলার কুস্তিগীর দল অংশগ্রহণ করেছেন।
Leave a Reply