হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের অনেক অবদান রয়েছে।
রবিবার, ৯ জুন (২৬ জ্যৈষ্ঠ) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
যমুনা গ্রুপের পরিচালক ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’ ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক। আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের যুগ্মসম্পাদক মহিউদ্দিন সরকার ও উপসম্পাদক বি এম জাহাঙ্গীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের।
Leave a Reply