নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ আয়োজন সফল করতে সিলেট জেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহিত চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
প্রস্তুতি সভায় ঐদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শন সহ নানা কর্মসূচি চূড়ান্ত করা হয়।
প্রস্তুতিসভাটি সিলটিভি সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply