যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামীকাল শনিবার, ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ। এই কর্মসূচি সফল করতে দলের জেলা ও মহানগর শাখা যৌথ সভা করেছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর একটি রেস্টুরেন্টে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিশিরাতের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতার মসনদ আকড়ে রাখা এই সরকারের জুলুম-নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভয়াবহ লোডশোডিং এবং প্রতিনিয়ত তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ মানবেতর জীবনযাপন করছে।
তার অভিযোগ, অন্যদিকে ক্ষমতাসীন দলের পাতিনেতারা পর্যন্ত নামে-বেনামে লাগামহীন দুর্নীতির মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন বলেন, আওয়ামী লীগের লুটপাটের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে-রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে। দেশকে সংকটমুক্ত করতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুৎ করতে হবে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই দেশে আর নিশিরাতে কোন ভোট হবেনা। দিনের বেলায় মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আর তা বাস্তবায়ন করতে হলে রাজপথে থেকে নিশিরাতের সরকারকে বিদায় করতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করার ১০ দফা আন্দোলনে দেশবাসী বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
যৌথ সভায় বক্তব্য রাখেন বিএনপির মহানগর যুগ্মআহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খছরু, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, মামুনুর রশীদ মামুন (চাকসু মামুন), ফখরুল ইসলাম ফারুক, ইকবাল বাহার চৌধুরী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইশতিয়াক সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply