নিজস্ব প্রতিবেদক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার আরো গতিশীল করতে ও দেশকে রাজাকার মুক্ত করতে নতুন করে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বিজয় : সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সিলেট শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক অধ্যাপক ডা মামুন আল মাহতাব ও ঢাকা মহানগর নেতা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরিফ মিয়া ও মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আক্রাম আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, মহিউদ্দিন আহমদ, জাফর চৌধুরী, গোপীকান্ত পুরকায়স্থ, সিটি কাউন্সিলর সালমা সুলতানা ও নাজনীন আক্তার কণা সহ অন্যরা।
Leave a Reply