নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (ট্যিআন্ডআইএম) বিনয় কৃষ্ণ বালা বলেছেন, দেশকে মাদক ও জঙ্গি মুক্ত করতে পুলিশ ও জনতাকে এক হয়ে কাজ করতে হবে।
শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিলেট মহানগর পুলিশ-এসএমপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত আইজিপি বিনয় কৃষ্ণ বালা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বিস্তৃত করতে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সকল লোভ-লালসার উর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পুলিশ ও কমিউনিটি কমিউনিটি পুলিশিং সদস্যদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। উপ কমিশনার রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, কলামিস্ট আফতাব চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাছিন আহমদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ মো রুহুল আনাম চৌধুরী মিন্টু। এছাড়াও এসএমপির উপকমিশনার তোফায়েল আহমদ, তবারক উল্লাহ ও ফয়সল মাহমুদ সহ বিভিন্ন কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে যায়।
Leave a Reply