মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আগামীতে দেশকে নেতৃত্ব দিতে স্মার্টফোন ও ফেসবুকে মনযোগী না হয়ে বই পড়ায় মনোযোগী হতে হবে।
বুহস্পতিবার দুপুরে অন্বেষা মৌলভীবাজার আয়োজিত এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মৌলভীবাজার সরকারি কলেজ মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড ইয়াসমিন হক, অধ্যাপক সৈয়দ মুহিবুল আমিন, অধ্যাপক ড ফজলুল আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার ৭ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply