নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশকে দ্রুত এগিয়ে নিতে সকল প্রতিষ্ঠানকে যথেষ্ট উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার রাতে সিলেটে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গত ছেচল্লিশ বছরে দেশের অবস্থায় অনেক পরিবর্তন এসেছে। কাজ করতে গেলে ভুল-ত্রুটি হয়। এসব ভুল-ত্রুটি শোধরানোর জন্যে সরকার আলোচনার পথ খোলা রেখেছে।
তিনি শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা আখ্যায়িত করেন। সেই সাথে উল্লেখ করেন, দেশে ৩ কোটি মানুষ দরিদ্র। এসব মানুষের দারিদ্র দূর করতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছে।
অর্থমন্ত্রী ট্রাভেল এজেন্টদের ভ্যাট সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আটাব সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল। বিশেষ অতিথি ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আটাব সভাপতি এস এম মঞ্জুর মোর্শেদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply