মাধবপুর প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মুফতি আলাউদ্দিন জেহাদির মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলা শাখা যৌথভাবে মাধবপুর উপজেলা পরিষদ ভবনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে।
খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল, গুনিয়াউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী ও ইসলামপুর দরবার শরীফের পীরজাদা ফয়সাল মাহমুদের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত-অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় বক্তব্য রাখন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল ও পীরজাদা সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী।
পীরজাদা জুবায়ের কামাল বলেন, দ্রুততম সময়ের মধ্যে মুফতি আলাউদ্দিন জেহাদির নিশর্ত মুক্তি না দিলে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে।
Leave a Reply