দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের আলোচনা সভা, ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা শুক্রবার বিকালে মহানগরীর ধোপাদিঘির দক্ষিণপারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ রুহুল আমীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা মো আবেদ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেটের সহসভাপতি সাবেক অধ্যক্ষ মো আতাউর রহমান ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো সাজিদুল ইসলাম।
এছাড়াও অতিথি ও গুণীজন হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উপদেষ্টা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক প্রফেসর চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা মো আবু ইউসুফ ভুঁঞা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড মিজানুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড জসিম উদ্দিন আহমদ, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ও বিভাগীয় প্রধান রোটারিয়ান ডা মো মোসাদ্দেক হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড মোহাম্মদ মাহবুব ইকবাল ও জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁঞা।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply