সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের মনের ভাষা বুঝেন না। শুধু দূর থেকে দেখেই মানুষের কষ্ট বুঝা যায়না। কষ্ট বুঝতে হলে মানুষের কাছে যেতে হয়। প্রধানমন্ত্রী সদিচ্ছা থাকলে দুর্গত এলাকায় যেতে পারতেন, পানিবন্দি মানুষদের সঙ্গে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন। অন্তত সার্কিট হাউসে কয়েকজনকে নিয়েও কথা বলতে পারতেন। পানিবন্দি মানুষদের সঙ্গে দেখা না করে তিনি সিলেটবাসীর সাথে উপহাস করেছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জৈন্তাপুর প্রবাসী জাতীয়তাবাদী অনলাইন পরিষদের সহযোগিতায় ২৩০টি পরিবারকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী এ সময় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এবং জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরানের তত্ত্বাবধানে ৬৫০ জনের মধ্যে তৈরি খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের টপ টু বটম পর্যন্ত বিএনপির সমালোচনা করা ছাড়া আর কোন কাজ নেই। বিএনপি বানভাসি মানুষদের জন্য কি করছে দুর্গত এলাকায় এসে দেখে যান। এসি রুমে বসে উপলব্ধি করতে পারবে না। জনগণ আর আপনাদের চায় না। তাই বিএনপির সমালোচনা বাদ দিয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অন্যতম নেতা মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, রফিকুল ইসলাম শাহপরান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply