নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে যাকাত বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে প্রাঙ্গণে ২১২টি পরিবারকে খাদ্য, ১১টি মাদরাসাকে নগদ অর্থ ও ৮ মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজলের পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, কোষাধ্যক্ষ আবু ইউসুফ, বয়েত উল্লাহ, শাহ মোস্তাকিন, এ আর চৌধুরী সেলিম, হাফিজ মাওলানা শফিউল আলম চৌধুরী, ডা শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ ও এম ইজাজুল হক ইজাজ।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সংগঠনের উপদেষ্টা দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা খালেদ মোহসিনের উদ্যোগে প্রতিবছর রমজান মাসে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দেশ ও বিদেশ থেকে সংগঠনের বিত্তশালী সদস্যদের নিকট হতে টাকা সংগ্রহ করে প্রতিবারের ন্যায় এবারও যাকাত বিতরণ সম্পন্ন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply