বৃহত্তর সিলেটের আইনী ও সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরীব, দুস্থ, অসহায় ও ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মহানগরীর তোপখানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো এহছানুল হক তাহের, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাব সভাপতি আফরোজ খান, ছিন্নমূল শিশু উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাদির চৌধুরী ফারহান ও সানি ইমিগ্রেশন সার্ভিসের সিইও মোহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো কামাল আহমদ। পরিচালনায় ছিলেন সহ সাধারণ সম্পাদক কুলসুমা নূর চৌধুরী লিপি ও সহ দফতর সম্পাদক মেহেরুন্নেছা মিলা।
প্রধান অতিথির বক্তৃতায় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, দুস্থ ও অসহায়দের পাশে থাকলে সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়া সহজ হয়।
Leave a Reply