নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগীয় বৃক্ষ মেলা জমে উঠতে শুরু করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দ্বিতীয়দিনে বেশ ভিড় ছিল। আশানুরূপ না হলেও বেচাবিক্রি একেবারে কম হয়নি।
বৃহস্পতিবার থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ১৫ দিনব্যাপী এই বৃক্ষ শুরু হয়।
এবারের বৃক্ষমেলায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা। অর্থাৎ সবার পছন্দের চারাই পাওয়া যাচ্ছে।
বন বিভাগের কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, মানুষের মধ্যে পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতিবছর এই বৃক্ষমেলার আয়োজন করা হয়।
Leave a Reply