আবির হাসান, তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র বারেকটিলায় যাতায়াতের আঁকাবাঁকা রাস্তাটি পর্যটকদের জন্যে চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।
বছর দুয়েক ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বারেকটিলায় যাতায়াতের এক কিলোমিটার দীর্ঘ এই পথটি। পুরো রাস্তা জুড়েই খানাখন্দ আর বড় বড় গর্ত। তাই দুর্ঘটনার আশংকা লেগেই থাকে।
করোনা প্রাদুর্ভাবের কারণে সারাদেশের ন্যায় তাহিরপুরেও পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা ছিল; কিন্তু তা কিছুটা শিথিল করায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে ।
কুষ্টিয়া থেকে আসা ইমরান আহমেদ জানালেন, বারেকটিলার প্রাকৃতিক সৌন্দর্য আর আঁকাবাঁকা পথ অসাধারণ; কিন্তু রাস্তা ঝুঁকিপূর্ণ থাকায় মোটরসাইকেলে উপরে উঠার সাহস হচ্ছেনা।
এলাকার শাহরিয়ার হাসান রুবেল জানান, বারেকটিলায় মোটরসাইকেলে উঠা-নামার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আবুল কাসেম বলেন, রাস্তাটির সংস্কারের জন্যে উপজেলা মাসিক সমন্বয় সভায় বারবার উপস্থাপন করা হয়েছে; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তাহিরপুর উপজেলা উপ সহকারী প্রকৌশলী কাজী ফজলুল হক জানান, ২০১৯-২০ অর্থবছরে জিওবির স্কিম গ্রহণ করে প্রাক্কলন প্রেরণ করা হয়েছিল; কিন্তু অনুমোদন মেলেনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বর তাহিরপুরে এক জনসভায় বারেকটিলাকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন।
Leave a Reply