নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত দৃঢ়। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে কোন দুর্নীতি হলে আইনি প্রক্রিয়ায় অবশ্যই তা প্রতিহত করা হবে।
শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরো বলেন, প্রতিটি পরিকল্পনা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সে ব্যাপারে সরকার অবশ্যই সচেষ্ট থাকবে। ভাটি এলাকার একমাত্র ফসল বোরো রক্ষায় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।
প্রবাসীদের কল্যাণে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলেও পরিকল্পনা মন্ত্রী উল্লেখ করেন।
তিনি জানান, সিলেট-ঢাকা সড়কপথ চার লেন করা হচ্ছে। উন্নয়ন করা হবে রেলপথের। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি বহির্বিশ্বে ফ্লাইট চালু করা হবে। সুনামগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপও নেয়া হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চলের আরো কিছু উন্নয়ন পরিকল্পনার উল্লেখ করেন।
Leave a Reply