দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার, ৩ মার্চ সন্ধ্যা ৬টায় মহানগরীর সুরমা মার্কেটে পাপড়িকা রেস্টুরেন্টের ২য় তলায় ‘শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফাঁসির বিধান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে ঋণ শিডিউল প্রক্রিয়া রহিতকরণ ও নিত্যপণ্যের দাম কমানো’র দাবিতে এক যুব জমায়েত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ। এছাড়াও যুব ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
যুব জমায়েতকে সফল করে তোলার জন্য দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি নিয়াজ কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না আহবান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply