দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।
রবিবার সকালে জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি উসমানী।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, কেন্দ্রীয় সদস্য রুস্তম আলম কুদ্দুছ, মাওলানা কাজী ইব্রাহীম, যুব কমিটির সমন্বয়কারী সাংবাদিক তাওহীদুল ইসলাম, এখলাছুর রহমান বাবুল প্রমুখ।
এদিকে ন্যায়পাল নিয়োগ ও প্রথম শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব রাষ্ট্রপতির নিকট দাখিল সহ এ ৬ দফা দাবিতে সিলেট মহানগরীর জেলা পরিষদ প্রাঙ্গণে বুধবার সকাল ১১টায় প্রতিকী অনশন পালন করা হবে। কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
Leave a Reply