নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ৫ আসামির সাজাকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মামলার রায় ঘোষণার পর পর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরীর রাস্তাগুলো অনেকটা ফাঁকা হয়ে যায়। বন্ধ হয়ে যায় অনেক দোকানপাট। পুলিশও বিভিন্ন সড়কে লোক ও যান চলাচল বন্ধ করে দেয়।
সিলেট মহানগরীর বন্দরবাজার ও হকার্স পয়েন্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে বিএনপি ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর জিন্দাবাজার এলাকায় ছাত্রদল বিক্ষোভ প্রদর্শন করে।
ছাত্রদল নেতাকর্মীরা জিন্দাবাজার পয়েন্টে প্রায় ২০ মিনিট অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের টানানো ব্যানার-ফেস্টুন ভেঙ্গে ফেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদল কর্মীদেরকে চৌহাট্টার দিকে তাড়িয়ে নিয়ে যায়।
উদ্ভুদ পরিস্থিতিতে অমর একুশে উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সিলেট বইমেলা বৃহস্পতিবার বন্ধ রাখা হয়।
Leave a Reply