নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা জোরদার ও জনমত সৃষ্টি করতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা সদর উপজেলার মেজরটিলা এলাকায় সিলেট-তামাবিল সড়কে দুর্নীতি দমন কমিশন-দুদক গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
এ সময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকল প্রজন্মের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply