আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, লেখক মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক এম বরকত আলী, কেন্দ্রীয় নেতা দেওয়ান মাসউদ রাজা চৌধুরী, রুস্তুম আলম কুদ্দুছ, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সমন্বয়কারী তাওহীদুল ইসলাম তাওহীদ, সমন্বয়কারী আব্দুল ওদুদ, কেন্দ্রীয় নেতা রেজুয়ানুল করিম, ঈমাম হোসেন, রিখন তালুকদার লিখন, গুণসিন্ধু দেবনাথ সুমন, প্রিয়ব্রত সিংহ রাজু, এ কে কামাল হোসেন, হেলাল আহমদ হেলাল, এখলাছ উদ্দিন বাবুল, আব্দুস সোবহান, সজিব আহমদ বিজয় প্রমুখ।
Leave a Reply