নিজস্ব প্রতিবেদক : সিলেটে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শপথ পাঠ, মানববন্ধন, সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন সরকারি-বেরসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়।
কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এরপর উপস্থিত সবাই দুর্নীতি প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ঘোষণা করে শপথ নেন।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর, দুর্নীতি দমন কমিশনের পরিচালক নিরু শামসুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জুবায়ের সিদ্দিকী, পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক নজরুল ইসলাম ও পুলিশ সুপার মনিরুজ্জামান।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply