নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে সিলেটে সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তা মো বদরুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার বিকালে মহানগরীর আলমপুরের জোনাল সেটেলম্যান্ট অফিসারের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ নভেম্বর দণ্ডবিধি ৪২০/৪৬৭ /৪৬৮/৪৭১/১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার মো বদরুল আলম চৌধুরীকে গ্রেফতার করেন।
তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সহকারী সেটেলম্যান্ট অফিসারের দায়িত্ব পালনেরন পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিলেটের বালাগঞ্জ উপজেলায়ও একই দায়িত্ব পালন করছেন।
Leave a Reply