বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জাকির হোসেন মহসিনের অপসারণ দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।
সোমবার, ৯ সেপ্টেম্বর (২৫ ভাদ্র) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন, শিক্ষক রুহুল আমিন চৌধুরী, ফয়জুল ইসলাম, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও রিতা আক্তার।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো জাকির হোসেন মহসিনের এমপিও নেই। তিনি বিএডও করেননি। জালিয়াতি করে প্রধান শিক্ষক হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খাত থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেওয়া হয়।
Leave a Reply