শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের উদ্যোগে মতবিনিময় সভা ও মহানগরীর পূজামণ্ডপ প্রতিনিধিদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় এই মতবিনিময় সভা এবং অনুদান বিতরণ করা হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে এতে মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
মতবিনিময়কালে সিসিক কর্তৃপক্ষ ছাড়াও র্যাব-৯, সিলেট মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ দুর্গাপূর্জা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও নগর ভবনে আলোকসজ্জা করা হবে। থাকবে শুভেচ্ছা তোরণ। মহানগরীর পূজামণ্ডপে পানি ও বিদ্যুৎ সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হবে। এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করা হবে। পর্যাপ্ত সংখ্যক সার্চ লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক কড়া নজরদারি থাকবে।
মহানগরীর মণ্ডপে মণ্ডপে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য। এছাড়াও সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। প্রতিমা বিসর্জন চলাকালে ঐদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ঐতিহাসিক চাঁদনীঘাটের সার্বিক প্রস্তুতি সিসিকই গ্রহণ করবে।
কালীপূজাকে কেন্দ্র করে যাতে আতশবাজি-পটকাবাজির ঘটনা না ঘটে সেজন্য এসব জিনিস বিক্রি বন্ধ এবং আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ করার ব্যাপারেও মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি পটকাবাজি-আতশাবাজির কাজে কেউ সম্পৃক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
চন্দন দাশের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর মো রাজিক মিয়া, রেবেকা বেগম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মৃতুঞ্জয় ধর ভোলা, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দে, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সিসিক সচিব বদরুল হক, প্রধান হিসার রক্ষক আ ন ম মনছুফ, মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর প্রদীপ ভট্টাচার্য্য, সহ সভাপতি চন্দন সাহা প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মহানগরীর ৪৫টি পূজামণ্ডপ প্রতিনিধিদের কাছে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
Leave a Reply