সিলেট সদর উপজেলার ৫০টি সার্বজনীন পূজামণ্ডপে অর্থমন্ত্রী সিলেট-১ আসনের সাংসদ আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থমন্ত্রীর পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে এই অর্থ ও বস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলেন্দু ভূষণ অনুপ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সহ সভাপতি মখলিছুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জামিল আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, আওয়ামী লীগের জালালাবাদ ইউনিয়ন সভাপতি মছদ্দর আলী, খাদিমনগর ইউনিয়ন সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, হাটখোলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর যুবলীগ নেতা কিশোর ভট্টাচার্য্য জনি, আনোয়ার হোসেন আনু মেম্বার, আনছার আলী মেম্বার, শামীম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় উপহার ও অনুদান পাঠিয়েছেন।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সবসময়ই মনে করে, এদেশের জনগণের মধ্যে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান কোন ভেদাভেদ নেই।
Leave a Reply