নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বুধবার থেকে তদন্তকাজ শুরু করবে।
মন্ত্রী পরিষদ বিভাগ সোমবার ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজির প্রতিনিধি, দুদকের প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
তদন্ত কমিটির সদস্যরা সোমবার বিকেলে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসে নিজেদের মধ্যে করণীয় নিয়ে আলোচনা করেন বলে একটি সূত্রে জানা গেছে।
Leave a Reply