নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর জন্যে দায়ী বাস চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহিদমিনারে এর আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।
এ সময় শিক্ষার্থীরা মহানগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত ব্যারিকেড সৃষ্টি করে। ব্যারিকেড দেয়া হয় মিরবক্সটুলা এলাকায়ও। ফলে চৌহাট্টা এলাকা হয়ে সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিরাপদ সড়ক ও বাস চাপায় শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে হবিগঞ্জে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে বৃন্দাবন সরকারি কলেজের সামনে করা হয় সমাবেশ। এসব কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন চালকের লাইসেন্সও যাচাই করে। এক পর্যায়ে যানবহনের চালকদের লাইসেন্স ও ফিটনেস না থাকায় উত্তেজিত হয়ে উঠে।
শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিও জানায়।
Leave a Reply