নিজস্ব প্রতিবেদক : সিলেটে চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকমের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।
বুধবার সকালে মহানগরীর খরাদিপাড়ায় আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিডিজবস ডটকমের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী, রেনাটা লিমিটেডের মানবসম্পদ ব্যবস্থাপক অনুপম চৌধুরী ও আর্ট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্স মাহমুদ। উপস্থাপনায় ছিলেন, চাকরি মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ।
দুই শতাধিক লোক নিয়োগের উদ্দেশ্যে চাকরি মেলায় প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
Leave a Reply