আল আজাদ : ১৭ মার্চ বুধবার রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের মধ্যকার এ বৈঠক এক ঘণ্টাকাল স্থায়ী ছিল।
তিনটি গণমিছিল বঙ্গবন্ধুর বাসভবনে গেলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের অধিকার আদায়ের জন্যে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সংগ্রাম চালিয়ে যাবো। আমরা ন্যায়ের জন্যে সংগ্রাম করছি। জয় আমাদের নিশ্চিত হবে।
ঐদিন ছিল বঙ্গবন্ধুর জন্মদিন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই বা কি আর মৃত্যু দিবসই বা কি। আমার জনগণের জন্যে আমার জীবন নিবেদিত। আমি তাদেরই লোক।
অসহযোগ আন্দোলন তখন এমনি পর্যায়ে পৌঁছে যে, পূর্ববাংলা থেকে সেনাবাহিনীর জন্যে অপরিহার্য সামগ্রী সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ে। তাই বিমান দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে খাসি-মুরগী আনা হতো।
পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসকের এক ঘোষণায় বলা হয়, ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করতে কোন পরিস্থিতিতে সেনাবাহিনী তলব করা হয়েছিল তা খতিয়ে দেখার জন্যে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু এই কমিশনের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেন।
নাট্য ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিলেটে লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘কলম-তুলি-কণ্ঠ সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এতে কবি দিলওয়ার সভাপতি, সিরাজ উদ্দিন আহমদ আহবায়ক এবং আরতি ধর ও শামসুন্নাহার করিম যুগ্ম আহবায়িকা নির্বাচিত হন।
Leave a Reply