- VOTING IS GOING ON IN SUNAMGANJ, CHHATAK, JAGANNATHPUR, KAMALGANJ, KULAURA, MADHABPUR
- AND NABIGANJ MUNICIPAL ELECTIONS OF SYLHET DIVISION
- সিলেট বিভাগের সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, কমলগঞ্জ, কুলাউড়া, মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- MAHA-EMJA MEDIA CUP FOOTBALL TOURNAMENT HAS BEEN GOING ON SINCE THURSDAY AT SYLHET DISTRICT STADIUM
- সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে
দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিতা বিড়ালের জীবন রক্ষা করলেন দুই তরুণ
Published: 08. Jan. 2021 | Friday

তমাল ফেরদৌস, মৌলভীবাজার : দুই প্রাণিপ্রেমী তরুণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি চিতা বিড়ালের জীবন রক্ষা করলেন। উদ্ধারকৃত প্রাণীটি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রয়েছে।
সোহেল শ্যাম ও খোকন থৌনাউজম। বাস করেন শ্রীমঙ্গল উপজেলা শহরের সবুজবাগ এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক ব্যক্তি সপ্তাহখানেক ধরে একটি চিতা বিড়াল খাঁচায় বন্দি করে রেখেছেন।
খবরটি জেনেই সোহেল শ্যাম ও খোকন থৌনাউজম চিতা বিড়ালটি উদ্ধারের সংকল্প নিয়ে ১৫৪ কিলোমিটার দূরে প্রাণীটিকে উদ্ধারে যাওয়ার প্রস্তুতি নেন। বনবিভাগকে অবহিত করে বুধবার রওয়ানা হন।
মৌলভীবাজার বনবিভাগের পক্ষ থেকে তাদের সফরসঙ্গী হন আরো চার জন। ছয় জনের এই দলটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামপুর পৌঁছে দেখতে পান, বিড়ালটির বয়স ৬/৭ মাস; কিন্তু পর্যাপ্ত খাবার না পেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তারা আটককারীকে বুঝিয়ে-সুঝিয়ে প্রাণিটিকে উদ্ধার করে রাতেই শ্রীমঙ্গল ফিরেন। পথে চিতা বিড়ালটিকে কোয়েল পাখি খেতে দেওয়া হয়। শ্রীমঙ্গল পৌঁছার পর প্রয়োজনীয় সেবা সুশ্রুষার জন্য বিড়ালটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রেখে দেন।
খোকন থৌনাউজম জানান, চিতা বিড়ালটি উদ্ধারে সবধরনের সহযোগিতা করেন, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। তিনি মৌলভীবাজার বন অফিস থেকে চার জন স্টাফ তাদের সাথে দেন।
সোহেল শ্যাম জানান, বিড়ালটি উদ্ধার করতে পেরে তারা খুবই খুশি। তবে অপর চিতা বিড়ালটিকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে। প্রয়োজনীয় সেবা সুশ্রুষা দেওয়ার পর লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেওয়া হবে।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আশা প্রকাশ করেন, এ দুই যুবকের এই কাজ দেখে পশু-প্রাণি উদ্ধারে অনেকেই এগিয়ে আসবেন।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- মেহেদী হাসান জনির পরিচালনায় নতুন নাটকে জুটিবদ্ধ হলেন অপূর্ব ও মিথিলা
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
এই বিভাগের আরো খবর
- সিলেট বিভাগের ৭ পৌর নির্বাচনী ফলাফল : আওয়ামী লীগ ৪ বিএনপি ২ স্বতন্ত্র ১
- র্যাবের অভিযানে বিশ্বম্ভরপুর ও শ্রীমঙ্গলে মাদকসহ ৩ কারবারি আটক
- মাধবপুর পৌরসভার নির্বাচন শনিবার : মেয়র পদে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা
- জনগণের জীবন জীবিকা ও অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলার আহ্বান
- সিলেটে র্যাব ৯ ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা