মৌলভীবাজার প্রতিনিধি : ‘নির্যাতন নিপীড়ন করবো শেষ-শিশুর হাসিতে ভরবো দেশ’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে শিশু কিশোর সংগঠন উত্তরণ খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান।
উদ্বোধন ঘোষণার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার পৌর মিলনায়তনে এসে শেষ হয়।
পরে সেখানে সংগঠনের আহবায়ক কাওসার পারভিন ডলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অভিভাবক, সংগঠক ও অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাঘরের মতো শিশু কিশোর সংগঠনের বিকল্প নেই।
তারা আশা প্রকাশ করেন, দীর্ঘ দিন উত্তরণ খেলাঘর আসরের কার্যক্রম স্থবির থাকার পর এই সম্মেলনের মধ্য দিয়ে আবার শিশু কিশোরদের মধ্যে জাগরণ সৃষ্টি হবে।
Leave a Reply