নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের মাধবপুর, গালিমপুর, দুর্গাপুর, কুমারকাদা ও আহমদপুরসহ বিভিন্ন গ্রামে বন্যা কবলিত ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী, চাল, রান্নাকরা খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন।
রবিবার তিনি গ্রামগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দীন চৌধুরী বুলবুল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আখতারুজ্জামান কমল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবলীগ নেতা দীপন ধর, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলমগীর চৌধুরী সালমান, উপজেলা ছাত্রলীগ নেতা কয়েস আলী ইমন প্রমুখ।
Leave a Reply