দি সিলেট ইসলামিক সোসাইটি আয়োজিত ষষ্ঠ শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সিলেট বিভাগের ১৯টি কেন্দ্রে সিলেট জেলা ও মহানগর এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
সকালে সিলেট মহানগর এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি উপাধ্যক্ষ মো আব্দুস শাকুর, সহকারী সেক্রেটারি প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংক চুনারুঘাট শাখার ম্যানেজার আ স ম মওদুদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইয়দী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো গোলাম রব্বানী, শাহজালাল আদর্শ উচ্চবিদ্যালয় উপশহরের প্রধান শিক্ষক মো আতাউর রহমান, আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ জসীম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ শামীম আহমদ, শিক্ষাবিদ হাফিজ মোশাহিদ আহমদ, কবি মামুন সুলতান, রফিক মিয়া মজুমদার ও মাওলানা হাবিবুল্লাহ।
এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply