প্রবাসী বাঙালিদের সংগঠন দি অপটিমিস্ট সিলেট মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলার ১৫৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ প্রায় ৮ লাখ টাকা বিতরণ করেছে।
এবারে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীও রয়েছেন।
এ উপলক্ষে শুক্রবার মহানগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দি অপটিমিস্টের আমেরিকার স্পন্সর অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী।
সংগঠনের সিলেট জেলা কো-অর্ডিনেটর অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে এবং প্রেস ও কমিউনিকেশন ডাইরেক্টর আবদুল বাতিন ফয়সলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দি অপটিমিস্টের সিলেট জেলার প্রতিষ্ঠাতা হেলথ ডাইরেক্টর সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা ফজলুর রহিম কাওসার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক জেলা সভাপতি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, অপটিমিস্ট সিলেট শাখার ফাইন্যান্স এন্ড এ্যাকাউন্টস ডাইরেক্টর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড সুলতান আহমদ টিপু, অপটিমিস্ট বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এ কে এম সাইদুল করিম, কবি আখলাক আহমদ, অপটিমিস্ট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, সানজিদা হাফিজ রাজিতা ও বর্ণালী মালাকার।
অনুষ্ঠানে দি অপটিমিস্ট আয়োজিত ৩টি বিভাগের রচনা প্রতিযোগিতায় সিলেট জেলার পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, ফাহিমা বেগম, আমিনা আক্তার লাকি, বুশরা মাহমুদ সঞ্জনা, নূর মোহাম্মদ ফারহান ও ফাতেমা বেগম।
Leave a Reply