শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড মোজাম্মেল হক বলেছেন, ‘প্রযুক্তির প্রসারের এই যুগে আমরা ক্রমশই সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছি। আর তরুণ প্রজন্মও আমাদের অনুকরণে প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে। ফলে দিন দিন আমরা সাহিত্যের বাইরে চলে যাচ্ছি। অথচ অধ্যয়ন ছাড়া ভালো শিক্ষার্থী হওয়া সম্ভব নয়। মেধাবী হতে হলে প্রয়োজন পড়া। এক্ষেত্রে সাহিত্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে। প্রবাসে বসেও বাংলাদেশী সাহিত্য নিয়ে যারা কাজ করেন তারা সত্যিকার অর্থে বাংলাদেশের গর্বিত সন্তান। তাদেরকে সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব’।
শনিবার বিকেলে সিলেট মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ আয়োজিত কথা সাহিত্যিক দিলারা রুমার গল্পগ্রন্থ ‘তিন সত্যি’র গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ‘তিন সত্যি’ নিয়ে আলোলোচনা করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব।
লিখন প্রকাশনীর কর্ণধার আনিসুল হক লিখনের সভাপতিত্বে এবং তরুণ প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ ও কবি মাছুমা টফি একার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণা, অধ্যাপক জাহিদুল ইসলাম, সাহিত্য সমালোচক জয় জাহাজী, লেখক ডা শাহ ফারুক আহমদ, কবি ছয়ফুল আলম পারুল, কবি আফতাব আল মাহমুদ ও সাংবাদিক এম জে এইচ জামিল। স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজ ও প্রকাশনীর স্বত্বাধিকারী মো জসিম উদ্দিন। মূল প্রবন্ধ পাঠ করেন সাব্বির আহমদ অপু। আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমার জন্মদিন পালন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply