দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের মাসিক সভা ভুপেন্দ্র তালুকদারের সভাপতিত্বে শুক্রবার বিকেলে বটেশ্বর এলাকায় মা ছাত্রাবাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রাণকান্ত দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সরোজ কান্তি দাস, বরুন চন্দ্র দাস প্রমুখ।
সভায় দিরাই-শাল্লার বন্যার্ত মানুষের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সরকার ঘোষিত ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ হচ্ছে কি-না তা তদারকি করারও সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply