সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের নারাইনপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী এক কলেজ ছাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন।
রবিবার দুপুর ২টায় সদর উপজেলার দিরাই-মদনপুর রাস্তার নারাইনপুর এলাকায় সিলেট থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুন্নী বেগম (১৮) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শফিক মিয়ার মেয়ে। সে সুনামগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিল এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply