সুনামগঞ্জ প্রতিনিধি : র্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই পয়েন্টে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার সকালে র্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত উত্তম কুমার সূত্রধর হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাচারী মালিহাটি গ্রামের হরিদাস সূত্রধরের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
র্যাব ৯ জানায়, উত্তম কুমার সূত্রধর পেশাদার মাদক ব্যবসায়ী। সে অতি গোপনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা বিক্রি করছিল।
Leave a Reply