সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল দখল দিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার মামলায় দৈনিক যুগান্তরের দিরাই উপজেলা প্রতিনিধি ও দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর প্রতিবাদে এবং মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে থানা পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এতে মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক ও বাসস প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার, সহ সভাপতি দৈনিক বাংলাবাজার প্রতিনিধি শামছুল আলম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সুয়েব হাসান, দৈনিক মানব জমিন প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আবুল হোসাইন, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি প্রশান্ত সাগর দাস ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি নজরুল ইসলাম রানা।
এর আগে দুপুর ১২টায় দিরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জারলিয়া জলমহাল দখল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনার মামলায় দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশারফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে ষড়যন্ত্রমূলক জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
Leave a Reply