সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভার নিজস্ব কার্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৫২ শতক জায়গার উপর ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা এ ভবন বুধবার দুপুরে উদ্বোধন করেন, জাতীয় সংসদের প্যানেল স্পিকার সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা। এ উপলক্ষে আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দিরাই পৌরসভার মেয়র মো মোশারফ মিয়ার সভাপতিত্বে ও সাহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শফি উল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো সিরাজদৌলা, সহ সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো হাফিজুর রহমান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ও পৌর কাউন্সিলর বিশ্বজিৎ রায়।
সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দিরাইতে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে তা অবিস্মরণীয়। নিজস্ব কার্যালয় ভবন হওয়ায় দিরাই পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে।
Leave a Reply