সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট এম সি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি মো তারিকুল ইসলাম তারেককে র্যাব-৯ গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে কমান্ডার মো ফয়সল আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উমেদনগর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম। সে দাড়ি-গোঁফ কেটে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেছিল।
এ নিয়ে মামলার এজাহারে নামোল্লেখিত ৬ জন সহ মোট ৮ আসামি গ্রেফতার হলো।
মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
Leave a Reply