র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জের দিরাই থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার র্যাব ৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার নগদিপুর বাজার হতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম ইকবাল হোসেন। তার পিতা মোহাম্মদ মনাফ, গ্রাম ছোট নগদিপুর। সে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত; কিন্তু পলাতক ছিল। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply