সুনামগঞ্জের দিরাই থেকে অপহরণের ১২ দিন পর একই জেলার জগন্নাথপুর থেকে আমির হোসেন নামের একজনকে হাত-পা বাধা অবস্থায় র্যাব-৯ উদ্ধার করেছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল মাহবুব জানান, ২০শে জানুয়ারি ভোরে জমিতে পানি সেচ দেয়ার সময় আমির হোসেনকে অপহরণ করা হয়। এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।
অপহরণ সম্পর্কে অবহিত হবার পর র্যাব-৯ সদস্যরা হাবিবুর রহমান নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোর ৪টার দিকে আমির হোসেনকে হাবিবুর রহমানের বাড়ি জগন্নাথপুর উপজেলার ডিগারকুল থেকে উদ্ধার ও অপর অপহরণকারী আবু তাহেরকে আটক করা হয়।
র্যাব-৯ অধিনায়ক জানান, আটক হাবিবুর রহমান ও আবু তাহের দুই ভাই। তারা বিভিন্ন জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল।
Leave a Reply