ক্রীড়াঙ্গন প্রতিবেদক : দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেটে দিরাই ছাত্রকল্যাণ প্রিমিয়ার লীগে জগদল ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকেলে এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে জগদল ওয়ারিয়র্স ২৬ রানে ভাটিপাড়া এক্সপ্রেসকে পরাজিত করে ট্রফি জিতে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট শাখার সহ সভাপতি এনামুল হক লিলু ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের সহ সম্পাদক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী। পরিচালনায় ছিলেন, সাবেক সভাপতি আবু সালেম।
প্রতিযোগিতায় সুনামগঞ্জের দিরাই পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে একটি করে দল অংশ নেয়।
Leave a Reply